মিয়ানমারের বারবার আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

 মিয়ানমারের বারবার আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ  ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা ও বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে গত দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের বাহিনীর নিক্ষিপ্ত দুটি মর্টার শেল পড়ার পর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াও মোকে রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। “বাংলাদেশে সম্প্রতি মিয়ানমারের মর্টার শেল অবতরণের বিষয়ে আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছি। আমরা আকাশসীমা লঙ্ঘন এবং সীমান্ত এলাকায় গোলাবর্ষণের তীব্র নিন্দা জানাই,” মিয়া মোঃ মাইনুল কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আনাদোলু এজেন্সিকে বলেছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানের নো-ম্যানস ল্যান্ডের ভেতরে গোলা দুটি পড়ে। তবে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, ২৮ আগস্ট একই জেলায় দুটি গোলা পড়েছিল এবং পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে। ঘটনার পর, বাংলাদেশ তার সীমান্ত বাহিনীকে উত্তেজনা-গ্রস্ত সীমান্ত জুড়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে। সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির যোদ্ধাদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধের কারণে বাংলাদেশের অভ্যন্তরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বর্তমানে 1.2 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তা করছে যারা আগস্ট 2017 সালে নৃশংস সামরিক দমন অভিযানের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে গেছে।

Comments