Posts

Showing posts from August, 2022

Facebook vip account text copy - FB stylish work symbol 2022

 Facebook vip account text copy - FB stylish work symbol 2022 Friends, if you have searched Facebook Stylish Work Symbol, you have come to the right place. In this post, you will find many designs of Facebook VIP work add. You can copy these and create your Facebook profile VIP Facebook account. Friends will get different types of Facebook VIP account text copies in the new collection today. You can make your account beautiful by FB stylish work symbol 2022 copy and paste. We search for Facebook VIP account symbols in many places but can't find stylish symbols like mind. No worries, today I am going to give you FB VIP account work for various stalls. Any Facebook account can be turned into a stylish Facebook account by Facebook VIP account work copy. How to add FB stylish work on Facebook  Step 1 First, you log in to your Facebook profile. Then click on the 'Edit profile / Edit Public Details' option. Step-2 Then swipe down to see the 'Edit Your Abo

চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য নতুন কিছু ২০২২ -Nobbd

Image
চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য  কথায় আছে, মেয়েদের আসল সৌন্দর্যই হচ্ছে  চুল। তাই যেমনই হোক নিজের চুলকে আরও সুন্দর করে তোলার চেষ্টা সবারই থাকে। চুলের যত্নে শুধু তেল আর শ্যাম্পুই নয়, কোনো টিপস পেলেই কোমর বেধে সে কাজে লেগে যান মেয়েরা। তবে চুলের যত্নে বেশ কিছু প্রচলিত ধারণাও আছে, যেগুলো ভুল। হেলথ ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে চুল সংক্রান্ত এমনই কিছু ভুল ধারণা তুলে ধরা হয়েছে। এগুলো হলো- চুল যত বেশি কাটবে, তত তাড়াতাড়ি বাড়বে: চুল নিয়ে কয়েকটি ভুল তথ্য মেয়েদের মধ্যে বহুদিন ধরেই ধারণাটি প্রচলিত রয়েছে। তারা মনে করে চুল কাটলে বেশি বাড়ে। কিন্তু এ ধারণার কোনো ভিত্তি নেই। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের কসমেটিক এন্ড ক্লিনিকাল রিসার্চ ইন ডারমাটলজি বিভাগের পরিচালক জশ জাখনার বলেন, এই ধারণা পুরোপুরি ভিত্তিহীন। ছাঁটার সঙ্গে চুল বড় হওয়ার কোনো সম্পর্ক নেই। তবে বিশেষজ্ঞরা প্রতি ৬ মাসে চুলের আগা ছাঁটার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্লেভল্যান্ড ক্লিনিকের চর্ম ও চুল বিশেষজ্ঞ মেলিসা পিলিয়াং বলেন, আগা ফাটা চুলকে দুর্বল করে তোলে। এতে চুল ভেঙে যায়। তাছাড়া আগা ফাটা চুল দেখতেও পাতলা দেখায়। তাই চুলকে কিছুটা

আবার ভালবাসা রোমান্টিক ভালোবাসার গল্প

 আবার ভালবাসা লেখা: মোঃ আকাশ খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। বাসার সবার এক দাবি বিয়ের অন্তত ৩ দিন আগে আমার বিয়ে বাড়ি উপস্থিত থাকতে হবে। অনেক বোঝালাম সবাইকে, নতুন চাকরি পেয়েছি। এখন ছুটি নেওয়াটা ঠিক হবে না। কিন্তু আদুরে বোনটির আদুরে অভিমানের কাছে অবশেষে হার মানলাম। আমি আবিদ। একটা কর্পরেট ফার্মের জুনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করেছি। বেশ ভাল স্যালারি। দুই বছর আগে যখন ছাত্র ছিলাম, এই স্যালারির অভাবটাই আমাকে সুপ্তির থেকে আলাদা করে দিয়েছিল। ছেলেটি ব্যাংকে জব করত, হয়ত এজন্যই আমাদের ২ বছরের রিলেশনটা হাসি মুখে ভেঙে গায়ে বেনারসি জড়াতে তার কোন কষ্টই হয় নি। আজ আমার সবই হয়েছে। কিন্তু যেটা সবথেকে বেশি চেয়েছিলাম তা হারিয়ে ফেলেছি। কুষ্টিয়া যেতে হবে, ট্রেনে যেতে ইচ্ছা হল খুব। অনেকদিন ট্রেনে ওঠা হয় না। সন্ধায় কমলাপুর স্টেশনে পৌছুলাম। টিকেট কেটে বসে আছি, কিছুক্ষন পরে ট্রেন ছাড়বে। হটাৎ খেয়াল করলাম কিছুটা দূরে বসে একটা সুন্দরী মেয়ে কাদছে। পোশাক বলে দিচ্ছে অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে। শুরুতে গুরুত্ব দিলাম না। মেয়েদের প্রতি একটা ঘৃনা জন্মেছিল, সেজন্যই হয়ত। কিন্তু অসহায় একটা মেয়েকে এতক্ষন কাদতে দেখে বি

২০ বিউটি টিপস- সৌন্দর্য্য বাড়ানোর কিছু সহজ ঘরোয়া উপায়

 ২০ বিউটি টিপস- সৌন্দর্য্য বাড়ানোর কিছু সহজ ঘরোয়া উপায় ২০ টী বিউটি টিপস জেনে নিন টিপস-১ যতটা পারে রোদ থেকে বাঁচুন। ছাতা এবং সানগ্লাস ব্যবহার করুন।যখনই বাহিরে যাবেন সানস্ক্রিন ব্যবহার করুন। টিপস-২ যখনই সুইমিং পুল, সমুদ্রের ধারে বা বরফ পড়ে এমন জায়গায় যাবেন, তখনই সান স্ক্রিন লাগাবেন। কারণ জল বা বরফে সূর্যরশ্মি বেশি প্রফলিত হয়। টিপস-৩ তিল বেটে নিন অথবা গুড়ো করে নিন। এতে সামান্য জল মিশিয়ে ছেঁকে নিন। একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায় লাগান। ত্বক ফর্সা হয়ে যাবে। টিপস-৪ ত্বকের রং আরও ফর্সা করার জন্য দই লাগান মুখে। মিনিট কুড়ি রাখুন। তারপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এরকম লাগাতে হবে। টিপস-৫ নিয়মিত দুধ দিয়ে মুখ ধুয়ে মুছে ফেললেও ত্বক ফর্সা হয়। টিপস-৬ যদি আপনার অয়েলি স্কিন হয় তা হলে ত্বক আরো উজ্জল ও আরো ফর্সা করার জন্য নিন্মলিখিত পদ্ধতি অনুকরণ করুনঃ লেবুর রস আর ডিমের ডিমের সাদা অংশ সম পরিমাণে মেশান। তা মুখে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট এবং পরে ধুয়ে ফেলুন। টিপস-৭ সারা গায়ের রং উজ্জল করতে বেসন, দই আর সামান্

সংবাদ ৫২ প্রিমিয়াম থিম ডাউনলোড ফ্রি 2022 -Nobbd

Image
সংবাদ ৫২ প্রিমিয়াম থিম ডাউনলোড ফ্রি -Nobbd সংবাদ ৫২। আপনি যদি ব্লগার দিয়ে একটি উন্নত ধরনের নিউজ সাইট তৈরি করতে চান তাহলে আজকের MSBD এর তৈরি সংবাদ ৫২ রেসপন্সিড ও নিউজ ভেরিয়েন্টে তৈরি বাংলা সোলায়মানলিপি কাষ্টম ফন্ট ইন্সটল করা সহ থিমটি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি তে। সংবাদ ৫২। একটি ফোশনাল ব্লগার থিম। সংবাদপত্র হ'ল ব্লগার ব্লগস্পট) এর একটি থিম যা আপনাকে সহজেই নিবন্ধ এবং ব্লগ পোস্ট লিখতে দেয়। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলায় নিউজ ব্লগ সাইট তৈরির জন্য বহু আকাঙ্খিত একটি ব্লগ থিম টেমপ্লেট এটি সম্পূর্ণ প্রিমিয়াম ভার্শন, অনলাইনে যার মূলা ধায় চ4590 টাকা। যারা নতুন ব্লগিংয়ের মাধ্যমে টাকা আয় করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ক্রয় করা এক প্রকার অসম্ভব তাই আমি আজকের এই পোস্টটি আপনাদের কে সংবাদ ৫২ থিম ডাউনলোড করার সুযোগ দেব একদম ফ্রিতো সব প্রিমিয়াম থিম এর ই প্রিমিয়ায়ম কিছু সুবিধা থাকে। তেমনি সংবাদ ৫২ থিম এ অনেক প্রকার উন্নতমানের সুবিধা ও ফিচার্স রয়েছে। তো যারা সংবাদ ৫২ থিমের ফিচার্চ জানেন না তারা জানতে পারেন 100% Full রেসপন্সিভ ( Responsive ) • দ্রুত লোডিং সম্পন্ন • উচ

প্রয়োজনীয় 6 টি ওয়ার্ডপ্রেস টিপস এবং ট্রিকস 2022 wordpress host

 প্রয়োজনীয় 6 টি ওয়ার্ডপ্রেস টিপস এবং ট্রিকস 1. একটি SEO-বান্ধব থিম বাছুন ওয়ার্ডপ্রেসের অন্যতম আকর্ষণ হল এর উচ্চ মানের ফ্রি এবং পেইড ওয়েবসাইট থিমের প্রাচুর্য। আকর্ষণীয় এবং কার্যকরী থিমের আধিক্য থেকে বেছে নেওয়া কঠিন হতে পারে। যাইহোক, আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য সম্ভাব্য থিম যাচাই করার সময় একটি পার্থক্যকারী গুণ রয়েছে যা আপনার বিবেচনা করা উচিত।  এটি SEO-বন্ধুত্ব। ওয়ার্ডপ্রেস থিম ব্রাউজ করার সময়, আপনি দেখতে পাবেন যে অনেক থিম একটি "SEO-বন্ধুত্বপূর্ণ" ট্যাগ খেলা করে।  নিশ্চিত করুন যে আপনি যে থিমটি বেছে নিয়েছেন তাতে এই ট্যাগ রয়েছে, সেইসাথে নিম্নলিখিত ক্ষমতা রয়েছে: প্রতিক্রিয়াশীল ডিজাইন একটি এসইও-বান্ধব থিমের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিক্রিয়াশীলতা (সাইটটি সমস্ত ডিভাইসে দুর্দান্ত দেখাবে বলার একটি অভিনব উপায়)। আজকের ব্রাউজিং যুগে এটি একটি আবশ্যক। দর্শকরা ডেস্কটপ, স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে আপনার সাইট ব্রাউজ করার সাথে সাথে, এটি অপরিহার্য যে আপনার সাইটের থিমটি যেকোনো ডিভাইসের সাথে মানানসই করে নিজেকে পুনরায় ফর্ম্যাট করতে পারে৷  বোনাস টিপ: মোবাইল

নামের মিলে অন্যের সাজা ছয় মাস খেটে মুক্তি পেলেন জাসেদুল প্রথম আলো নিউজ

নামের মিলে অন্যের সাজা ছয় মাস খেটে মুক্তি পেলেন জাসেদুল প্রথম আলো নিউজ খবর ও ছবি প্রথম আলো থেকে নেওয়া হয়েছে  ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত আসামি না হয়েও ছয় মাস কারাভোগ করে জামিনে মুক্তি পেয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম জাসেদুল আলম (৪৩)। তিনি কক্সবাজার জেলার রামু থানার রাজাকুল সিকদার পাড়ার ওবায়দুল হকের ছেলে।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাসেদুল। গত ২১ ফেব্রুয়ারি রামু থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত বছরের ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি আদালত এ মামলায় জাসেদুল আলম নামের এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। নামের মিল থাকায় এই জাসেদুলকে গ্রেপ্তার করে পুলিশ।  অপরদিকে প্রকৃত আসামি জাসেদুল জামিনে গিয়ে পলাতক। ইয়াবাসহ গ্রেপ্তারের পর তিনি পুলিশকে নিজের নাম–ঠিকানা গোপন রেখে নিজেকে কক্সবাজারের জাসেদুল পরিচয় দেন। আর তদন্তে নাম–ঠিকানা সঠিকভাবে যাচাই না হওয়ায় প্রকৃত আসামি আড়ালে থেকে যান। ২০১১ সালের ২ মার্চ নগরের পাহাড়তলী থেকে ১৫০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম। পরে এ ব্যক্তি নিজের সঠিক পরিচয় গোপন করে জাসেদুলের

Robi Sim All Code Number 2022 Nobbd

 Robi Sim All Code Number 2022 Nobbd Robi all USSD Codes (Single Digit) By using Robi 01 digit code, you can easily get some of the most popular desired services. Check out the ROBI all ussd single digit codes: USSD Code Service Names Minutes Bundle: *0# Balance Check / Due bill check: *1# Show own mobile number: *2# Data (MB) Check: *3# Internet Pack Purchase: *4# Popular Vas activation/deactivation: *5# Know your package/call tariff: *6# DND (Stop/Start Promotional SMS): *7# Jhotpot Balance/Air Credit: *8# All VAS Stop Request: *9# Show All Service: *123# Robi Mobile Balance Check Codes Robi Main Balance Check Code: Just Dial: *222# Robi Bonus Amount Remaining Check Code: Just Dial *222*1# SMS Check Code: Just Dial: *222*11# How to check Robi 4G SIM and Mobile? Please dial *123*44# to find out if your SIM is 4.5G enabled or not. Robi Number check code Number Check: *2# or *1

আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী নিয়ম মেনে চলেন?

 আপনি স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী নিয়ম মেনে চলেন? স্বাস্থ্যই মানুষের প্রধান সম্পদ। আমি সেনাবাহিনীতে চাকরি করি। আমাদেরকে স্বাস্থের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। আমি স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করি সেই বিষয় গুলি আপনাদের সাথে বলছি। সেনাবাহিনী মানে সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। এবং আমি শরীর চর্চা করি। সকাল সকাল ঘুম থেকে উঠা যেমন শরীরের জন্য ভালো, তেমনই সকালে শরীর চর্চার উপকারিতার বিষয়ে সকলেরই জানা । শরীর চর্চার সাথে খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সকালের ব্রেকফাস্ট আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কখনো সকালের খাবার না খেয়ে থাকি না। সকালের ব্রেকফাস্ট এর সাথে যে কোনো একটি ফল রাখি যেটি ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। স্বাস্থ্যের জন্য খাবার যেমন গুরুত্ব আছে। তেমন খাবারে অনিয়ম বা বেশি তৈলাক্ত খাবার, বেশি মশালা যুক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এই বিষয়ে সচেতন থাকি । মিষ্টি আমরা সবাই প্রায় পছন্দ করি। তবে এই মিষ্টি থেকে আমি বিরত থাকি ৷ রাতে ডিনারে খুবই সামান্য খাবার খায় যতটুকু প্রয়োজন এবং রাতের খাবারে মাছ, মাংস, বেশি মশালাদার খাবার এরিয়ে

নারীর যোনি পরিচিতি Introduction to the female vagina

Image
    নারীর যোনি পরিচিতি যোনি (ইংরেজি: Vagina – ভ্যাজাইনা; মূলতঃ লাতিন: উয়াগিনা) হলো স্ত্রী যৌনাঙ্গ, যা জরায়ু থেকে স্ত্রীদেহের বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত একটি ফাইব্রোমাসকুলার নলাকার অংশ। মানুষ ছাড়াও অমরাবিশিষ্ট মেরুদণ্ডী ও মারসুপিয়াল প্রাণীতে, যেমনঃ ক্যাঙ্গারু অথবা স্ত্রী পাখি, মনোট্রিম ও কিছু সরীসৃপের ক্লোকাতে যোনি পরিদৃষ্ট হয়। স্ত্রী কীটপ্রত্যঙ্গ এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীরও যোনি আছে, যা মূলতঃ ওভিডাক্টের শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যোনিকে বলা হয় vaginae – উয়াগিনাই (ইংরেজি উচ্চারণে ভ্যাজাইনি)। যোনির গঠন মানুষের যোনি সারভিক্স থেকে ভালভা পর্যন্ত বিস্তৃত একটি নমনীয় ও মাংসল নালী।শরীরভেদে পার্থক্য হলেও সাধারণত একটি অনুত্তেজিত যোনির দৈর্ঘ্য সামনের দিকে ৬ থেকে ৬.৫ সে.মি. (২.৫ থেকে ৩ ইঞ্চি) এবং পেছনের দিকে ৯ সে.মি. (৩.৫ ইঞ্চি)।যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়।এমত নমনীয়তার ফলেই এটি যৌনমিলন ও সন্তান জন্মদানের সময় সম্প্রসারিত হয়। যোনি, সুপারফিকাল ভালভা ও জরায়ুর গভীরের সারভিক্সকে সংযুক্ত করে। যদি একজন মহিলা সোজা হয়ে দাঁড়ান তবে যোনি

How to Disable Copy Paste in Blogger Using Javascript? Just 5 Minutes

Very Simple 5 Steps to disable copy/paste in blogger. Hello Friends, today I am Akash to share with you how to Disable Copy Paste in Blogger using Javascript. হযরত আদম (আঃ) সম্পর্কে  About Hazrat Adam (AS).  1. log in to the Blogger Account Dashboard 2. Now Go to the Theme Section 3. In the Theme Section go to customize with Edit HTML 4. Now Search tag using Ctrl + F 5. Copy the code below and paste it before the tag. Code Click Here I hope you Find these Post Useful

How To Remove M=1 In Blogger URL

Image
 Why we need to remove m=1 from the blogger URL, because if we want after some time to convert our blogger website into WordPress, At that time we facing many issues and unable to convert our blog into a WordPress theme. If you have moved your blog from blogger to self-hosted WordPress platform, then you likely to see a 404 or page not found error for URLs ending with ?m=1. These are blogger mobile version URLs. The second one, also it doesn't look good after every blog URL, if we copied the URL and want to send it to others, it also consists of m-1 without blog URL, it's very irrelevant. Here I describe how to remove m=1 from your blog URL, For this, I created HTML code that is helpful for removing this from the URL. I provide one code, Go to the theme and you should paste that code into your HTML edit option before the end of tag and save the code. For getting code, click on below Download code link and get code for remove m=1 from your blog URLs